Site icon Jamuna Television

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটে স্ত্রী রেশমাকে হত্যার দায়ে স্বামী নয়নকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত নয়ন পাঁচবিবি উপজেলার গোহারা দামপাড়া গ্রামের আনসের আলীর ছেলে।

রোববার (২৪ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম সারোয়ার এ রায় দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, বিয়ের পর থেকে সাংসারিক কলহের জেরে নয়ন তার স্ত্রী রেশমা ওরফে ফুরকুনীকে প্রায়ই মারপিট ও নির্যাতন করতো। গত ২০০২ সালের ১০ নভেম্বর নয়ন তার স্ত্রী রেশমাকে এলোপাথাড়ি মারপিট করে ও বুকের ওপর উঠে লাথি মারলে রেশমা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সেদিনই সে মারা যায়। ঘটনার দিনই রেশমার ভাই বাদী হয়ে নয়নকে আসামি করে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত শেষে ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করে। এ মামলার ৯ জনের সাক্ষী ও দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

ইউএইচ/

Exit mobile version