Site icon Jamuna Television

‘ফ্র্যাঙ্কির উচিত বার্সার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া’

ছবি: সংগৃহীত

ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের বেতন বাকি থাকায় বার্সেলোনার উপর বিরক্তি প্রকাশ করেছেন গ্যারি নেভিল। সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা বলেছেন, ফ্র্যাঙ্কির উচিত বার্সার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া। খবরটি প্রকাশ করেছে মার্কা।

গ্যারি নেভিলের মতে, পুরনো খেলোয়াড়দেরই বেতন ঠিক মতো দিতে পারছে না ক্লাবটি, কিন্তু কীভাবে নতুন একের পর এক খেলোয়াড় কিনছে তারা। টুইট করে নেভিল বলেন, বার্সার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার ব্যাপারে ভাবতে পারে ফ্র্যাঙ্কি। এবং সকল খেলোয়াড়ই তাকে এ ব্যাপারে সমর্থন জানাবে।

বার্সেলোনার আর্থিক অবস্থার কথা সবারই জানা। কিন্তু এর মাঝেও দলবদলের মৌসুমে চমক দেখিয়েছে বার্সা। লেভানদোভস্কি, রাফিনিয়া থেকে ফ্র্যাঙ্ক কেসি- একের পর এক নতুন খেলোয়াড়ের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে ক্লাবটি। এদিকে পুরনো কিছু খেলোয়াড়কে বিক্রির পরিকল্পনাও আছে স্প্যানিশ জায়ান্টদের। এর মধ্যে অন্যতম নাম ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং। কিন্তু এখনও ক্লাবটি থেকে প্রায় ১ কোটি ৭০ লাখ ইউরো পাওনা রয়েছে তার।

আরও পড়ুন: ক্লাব প্রেসিডেন্টের কাছে মেসিকে চাইলেন জাভি

/এম ই

Exit mobile version