Site icon Jamuna Television

আবারও মা হচ্ছেন রানি?

পাপারাজ্জিদের ক্যামেরায় রানি।

আবারও মা হতে চলেছেন রানি মুখার্জি? এক ভাইরাল ভিডিও ঘিরেই ক্রমশ গাঢ় হচ্ছে এমন জল্পনা।

সম্প্রতি তাকে দেখা গেছে মুম্বাইয়ের প্রসিদ্ধ সিদ্ধি বিনায়ক মন্দিরে। ধর্ম প্রোডাকশনের ‘শামশেরা’ সিনেমার জন্য পূজা দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই ভক্তদের সাথে হাসিমুখে সেলফি তুলতে দেখা যায় এ অভিনেত্রীকে। পরেছিলেন গাঢ় সবুজ রঙের একটি পোশাক। ক্যামেরা তার দিকে তাক করতেই দেখা যায় ওড়না দিয়ে পেট আড়াল করার চেষ্টা করছেন তিনি। আর সেখান থেকেই এ জল্পনার সূত্রপাত।

নেটিজেনদের মন্তব্য, তবে কি আবারও মা হচ্ছেন রানি? যদিও অনেকে আবার এ জল্পনার বিরোধিতাও করেছেন। তাদের মতে ওজন বৃদ্ধি হয়েছে অভিনেত্রীর, তিনি মোটেও মা হচ্ছেন না। যদিও এই নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি রানি মূখার্জি।

/এসএইচ

Exit mobile version