Site icon Jamuna Television

‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত উ.কোরিয়া, প্রয়োজনে পারমাণবিক বোমার ব্যবহার’

ছবি: সংগৃহীত

কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো যুদ্ধের জন্য তার দেশ প্রস্তুত। কোরীয় যুদ্ধ অবসানে স্বাক্ষরিত চুক্তির ৬৯তম বার্ষিকী উপলক্ষে দেয়া বক্তৃতায় কিম জং উন এসব কথা বলেন।

ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে।

বক্তৃতায় কিম জং উন বলেন, মার্কিন সাম্রাজ্যবাদীরা দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি আত্মঘাতী সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে।

কিম আরও বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো সঙ্কট মোকাবেলায় সাড়া দিতে পুরোপুরি প্রস্তুত। আমি আবারও স্পষ্ট করে দিচ্ছি যে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো সামরিক সংঘর্ষের জন্য পুরোপুরি প্রস্তুত।

বক্তৃতায় কিম বারবার তার দেশের পারমাণবিক অস্ত্র নিয়ে গর্ব করে বলেন, আমি প্রয়োজনে যখন তখন এগুলো কাজে লাগাতে পারি।

চলতি বছর কিম রেকর্ডসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন এবং ২০১৭ সালের পর থেকে দেশটি হয়তো প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

/এনএএস

Exit mobile version