Site icon Jamuna Television

দিনাজপুরে ঘোষণা ছাড়াই শ্রমিকদের ধর্মঘট, থমকে আছে রাস্তাঘাট

স্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর:

চাঁদাবাজির অভিযোগে দুই শ্রমিককে আটকের প্রতিবাদে কোনো ঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু করেছে দিনাজপুরের ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় শহরের প্রবেশ মুখগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বাস, ইজিবাইকসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে জানান, কাহারোলে গরুর হাটে শ্রমিক ইউনিয়নের নামে নছিমন-ভটভটির কাছ থেকে চাঁদা আদায় করছিল দুই ব্যক্তি। তারা প্রকৃত অর্থে শ্রমিক ইউনিয়নের নামে টাকা নিচ্ছিল কিনা তা যাচাইয়ের জন্য দুই যুবককে থানায় নিয়ে আসা হয়।

এরই প্রতিবাদে ঘোষণা ছাড়া এই ধর্মঘটের ডাক দেয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। এ প্রতিবেদন লেখার সময়, রাত ৮টা পর্যন্ত শ্রমিকরা শহরের বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।

/এডব্লিউ

Exit mobile version