Site icon Jamuna Television

দোকানে ডাকাতের সাথে তুর্কিয়ে নারীর ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

তুরস্কের একটি বেকারিতে নিজেকে রক্ষা করার জন্য ডাকাতি করতে আসা ব্যক্তির সাথে এক নারীর ধস্তাধস্তি ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন তানসু ইগেন নামের এক ব্যবহারকারী।

ওই ভিডিও ক্লিপটিতে দেখা যায়, হাতে একটি কাপড় নিয়ে দোকান পরিষ্কার করছিলেন ওই নারী। এ সময় প্রবেশ করে একজন ডাকাত। তার পরনে ছিল একটি কালো হুডি এবং হাতে ছিল একটি ছুরি। দোকানে প্রবেশ করে ডাকাত ক্যাশ কাউন্টার থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু তখন ডাকাতের ওপর একটি পরিষ্কার কাপড় এবং পরিষ্কার করার স্প্রে নিয়ে হামলে পড়েন ওই নারী।

মহিলাটি তার মাথায় আঘাত করায় ডাকাত তার মুখ লুকানোর চেষ্টা করে। সে সময় একজন লোক ডাকাতির ঘটনা দেখতে পাওয়ার সাথে সাথে ডাকাতকে ধরতে ছুটে যান। তবে ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

শুক্রবার (২৯ জুলাই) ভিডিওটি টুইটারে শেয়ার করার পর থেকে প্রায় ১ লক্ষ ৪০ হাজার বার ভিউ এবং তিন হাজারেরও বেশি লাইক পড়েছে। টুইট ব্যবহারকারীরা ওই নারীর সাহসিকতার ব্যাপক প্রশংসা করেন।

সূত্র: এনডিটিভি

জেডআই/

Exit mobile version