Site icon Jamuna Television

যাত্রী নিয়ে দুই ঘণ্টা আটকে ছিল বিকল ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস নামে একটি ট্রেন বিকল হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে ২ ঘণ্টা আটকে ছিল। এতে ট্রেনে থাকা যাত্রীরা তীব্র গরমে ভোগান্তিতে পড়েন। বিশেষ করে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারী ও শিশুরা।

শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ২৬ মিনিট পর্যন্ত সিল্ক‌সি‌টি এক্স‌প্রেস‌ ট্রেন‌টির ইঞ্জিন বিকল হয়ে আটকে ছিল। পরে ই‌ঞ্জিন মেরামত ক‌রে রাজশাহীর উদ্দেশে ছে‌ড়ে গে‌ছে। ফলে ঢাকা ও উত্তর-দক্ষিণ বঙ্গের সাথে রেল যোগাযোগ পুনরায় সচল হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে স্টেশনেই ২ ঘণ্টা আটকে ছিল ট্রেনটি।

/এডব্লিউ

Exit mobile version