Site icon Jamuna Television

সুস্থ আছেন করোনা আক্রান্ত জো বাইডেন

জো বাইডেন।

সুস্থ আছেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (৩১ জুলাই) টুইটারে এক ভিডিও বার্তা প্রকাশ করে নিজেই জানিয়েছেন এ তথ্য। হোয়াইট হাউজের ব্যালকনিতে কুকুর কমান্ডারকে সাথে নিয়ে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। গত ২১ জুলাই কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হন ৭৯ বছর বয়সী এ প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।

ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, জো বাইডেন বলছি। আজ সকালের নমুনা পরীক্ষাতেও করোনা পজেটিভ ফলাফল এসেছে। আগামী কয়েকদিন বাড়ি থেকেই কাজ করবো। সুস্থ আছি। সবকিছু ঠিকঠাকই আছে। এবার কমান্ডার আর আমি একসাথে কিছু করবো।

/এমএন

Exit mobile version