Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে; নিখোঁজ অনেকে

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এখনও নিখোঁজ অনেকে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে আছে শত শত বাড়িঘর-স্থাপনা। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা অঙ্গরাজ্যটির গর্ভনরের। গতকাল শনিবার ন্যাশনাল গার্ডের হেলিকপ্টারে দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যের পূর্বাঞ্চল। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই এলাকার ৩৩ হাজার মানুষ। নৌকা বা হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে কয়েকশ জনকে। আটকে পড়াদের সরিয়ে নিতে অব্যাহত আছে অভিযান। এখনও বৃষ্টিপাত হচ্ছে কিছু এলাকায়। তাই দ্রুত বাড়ছে পানি। অঙ্গরাজ্যটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এ দুর্যোগের পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

/এমএন

Exit mobile version