Site icon Jamuna Television

ইউক্রেনের দক্ষিণের শহর মাইকোলিভে ‘সবচেয়ে শক্তিশালী’ রুশ হামলা

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলিভের মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ বলেছেন, মাইকোলিভে আজ ব্যাপক গোলাগুলি হয়েছে। সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হামলা এটি। এক টেলিগ্রাম বার্তায় এসব কথা লেখেন সেনকেভিচ।

রোববার (৩১ জুলাই) সেনকেভিচের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রুশ বাহিনীর এই বোমা হামলায় অন্তত একজন নিহত হয়েছে। বলেছেন, রোববার ভোর পাঁচটার দিকে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা পূর্ব দোনেৎস্ক অঞ্চলের কিছু অংশে এখনও যেসব বেসামরিক নাগরিক রয়ে গেছেন তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

শনিবার গভীর রাতে কিয়েভ থেকে দেয়া এক ভাষণে জেলেনস্কি যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে বলে এ সতর্কবার্তা দেন তিনি। বলেছেন, যত বেশি মানুষ দোনেৎস্ক অঞ্চল ছেড়ে যাবে, তত কম লোককে হত্যা করার সময় থাকবে রাশিয়ান সেনাবাহিনীর হাতে। রাশিয়ার সন্ত্রাসকে প্রতিহত করতে যত রকম সুযোগ রয়েছে তার সব ব্যবহার করবো।

আরও পড়ুন: নতুন নৌ তত্ত্বে স্বাক্ষর করে পুতিন বললেন, যুক্তরাষ্ট্রই রাশিয়ার প্রধান হুমকি

জেডআই/

Exit mobile version