Site icon Jamuna Television

চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘রাজ-পরী’র ঘরে এলো চার নতুন অতিথি

চট্টগ্রাম চিড়িয়াখানার ‘রাজ-পরী’র ঘরে এসেছে নতুন অতিথিরা। এই বাঘ দম্পতি জন্ম দিয়েছে চারটি সাদা বাঘশাবক। এ ধরনের সাদা বাঘ বিশ্বে বিরল প্রজাতি হিসেবে পরিচিত। ফলে চট্টগ্রাম চিড়িয়াখানায়ও বইছে আনন্দের জোয়ার।

রাজ-পরী দম্পতির ঘরে আগেও জন্মেছে সাদা বাঘ। এবার একসাথে জন্ম নেয়া চারটি শাবকের সবকটিই সাদা। আপাতত খাঁচার কাছাকাছি কেউ না গেলেও, সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে শাবকগুলিকে।

বাঘের কেয়ারটেকার মো. মঈনুদ্দিন বলেন, শনিবার (৩০ জুলাই) বিকেল চারটার সময় বাচ্চাগুলো জন্ম দেয় বাঘটি। এখন পর্যন্ত সবকয়টি বাঘই ভালো আছে।

বিশেষজ্ঞদের মতে, প্রতি ১০ হাজারে জন্ম হয় একটি সাদা বাঘ। আর একসাথে চারটির জন্ম অনেকটা বিরল।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ বলেন, একসাথে চারটি সাদা বাঘ জন্ম নিয়েছে এমন ঘটনা খুব কম। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় এটিই প্রথম ঘটনা।

মূলত জিনগত কারণেই জন্ম হয় সাদা ডোরাকাটা বাঘের। এসব বাঘের ওজনও হয় বেশি, বাড়েও খুব দ্রুত। বিশ্বের বিভিন্ন দেশে, সাদা বাঘ আছে কয়েকশো। ভারতের আসাম উড়িষ্যা রাজ্যে দেখা মেলে সবচেয়ে বেশি। শনিবার বিকালে জন্ম নেয়া এই চারটি শাবক দেখতে দর্শনার্থীদের অপেক্ষা করতে হবে আরও দু’মাস।

এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা এখন ১৬টি। এর মধ্যে ১০টিই রাজ-পরী দম্পতির ঘরে জন্ম নেয়া।

জেডআই/

Exit mobile version