Site icon Jamuna Television

টলিউড অভিনেতার আত্মহত্যার চেষ্টা

টলিউড অভিনেতা শৈবাল ভট্টাচার্য।

অবসাদগ্রস্থ হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন টলিউড অভিনেতা শৈবাল ভট্টাচার্য। জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে নিজেকে জখম করে আত্মহত্যার করতে চেয়েছিলেন ওপার বাংলার এ অভিনেতা। গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার (৮ আগস্ট) রাতে কসবায় নিজের ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শৈবালকে। সাথে সাথে তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। তাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার ও সহকর্মীরা। শোনা যাচ্ছে, তিনি মাদকাসক্ত হয়ে পড়ছিলেন, সে কারণে অবসাদগ্রস্থ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে মনে করছে তার পরিবার।

তবে, শৈবালের আচমকা আত্মহত্যা চেষ্টা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিজের হাতে-পায়ে এলোপাথাড়ি কুপিয়েছেন শৈবাল। আপাতত তাকে স্থিতিশীল করার চেষ্টা করছেন চিকিৎসকরা।

/এসএইচ

Exit mobile version