Site icon Jamuna Television

প্রচণ্ড দাবদাহে ফ্রান্সের জলাশয়ে ঝাঁকে ঝাঁকে মৃত মাছ

ফ্রান্সের মধ্যাঞ্চলীয় বিভিন্ন এলাকার জলাশয়ে ভেসে উঠছে হাজার হাজার মৃত মাছ। এর পেছনে তীব্র দাবদাহকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। নজিরবিহীন তাপমাত্রায় কমে গেছে পানির গভীরতা, দেখা দিয়েছে অক্সিজেন সংকট। তৈরি হয়েছে দূষণও। তাই ঝাঁকে ঝাঁকে মরছে মাছ। ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়ামসহ ইউরোপের প্রায় সব দেশই বিপর্যস্ত গরমের তীব্রতায়। মাইলের পর মাইল এলাকাজুড়ে দেখা দিয়েছে খরা। খবর ইয়াহু নিউজের।

ফ্রান্সের নিউভি সেইন্ট সেপালক্রে অঞ্চলের একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায়
ঝাঁকে ঝাঁকে মৃত মাছ ভাসছে জলাশয়ে। নদীর পানির গভীরতা কমে তৈরি হয়েছে দূষণ। অক্সিজেন স্বল্পতায় টিকতে পারছে না মাছ। কেবল ফ্রান্স নয়। জার্মানি, বেলজিয়ামেও দেখা মিলছে এমন দৃশ্যের।

জার্মানি, ফ্রান্স, বেলজিয়ামে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে তাপমাত্রা। রোদে ওষ্ঠাগত জনজীবন। ইউরোপের দেশগুলোয় বৃষ্টির দেখা নেই বহুদিন। শুকিয়ে গেছে হ্রদ, নদী, জলাশয়। ফ্রান্স-সুইজারল্যান্ড সীমান্তে পড়ে আছে প্রমোদতরীগুলো। ব্যাপক ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্প।

ইইউ ও যুক্তরাজ্যের ৬৩ শতাংশ এলাকায় দেখা দিয়েছে প্রচণ্ড খরা। ১৯৩৫ সালের পর সবচেয়ে শুষ্ক মৌসুম দেখছে ইংল্যান্ড। জারি হয়েছে ২য় সর্বোচ্চ সতর্কতা। হিট স্ট্রোকসহ গরম জনিত বিভিন্ন রোগ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে প্রশাসন। ইউরোপসহ বিশ্বজুড়ে বিরূপ আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

এটিএম/

Exit mobile version