Site icon Jamuna Television

আয়ারল্যান্ডের কাছে আবারও হারলো আফগানিস্তান

ছবি: সংগৃহীত

৫ ম্যাচ সিরিজের ২য় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আয়ারল্যান্ড। আফগানদের করা ৮ উইকেটে ১২২ রানের জবাবে ১ ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় আইরিশরা।

বেলফাস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। দুই ওপেনার গুরবাজ আর ওসমান ঘানি ফেরেন ১ রান করে। এরপর হাসমতউল্লাহ শাহিদির ৩৬ রানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আফগানরা। তবে বাকিরা ব্যর্থ হওয়ায় ৮ উইকেটে ১২২ রানের বেশি করতে পারেনি তারা। আয়ারল্যান্ডের হয়ে এডেয়ার, ক্যামফার, জস আর ডেলনি নিয়েছেন দুটি করে উইকেট।

১২৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আইরিশদের শুরুটাও ভালো ছিল না। পল স্টার্লিং ফেরেন মাত্র ৪ রান করে। তবে অধিনায়ক এন্ডি বালবিরিনের ৪৬ আর লোরকান টাকারের ২৭ রানে ভর করে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। শেষ দিকে জর্জ ডকরেলের ১৯ বলে অপরাজিত ২৫ রানে ১৯ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। সিরিজে টিকে থাকতে আজ রাতেই ৩য় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হবে আফগানিস্তান।

ইউএইচ/

Exit mobile version