Site icon Jamuna Television

আকস্মিক বন্যায় বিপর্যস্ত চীনের শানজি প্রদেশ

ভারী বৃষ্টিতে হুকু জলপ্রপাতের ভয়াবহ রূপ। ছবি: সংগৃহীত।

টানা বৃষ্টির পর আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের শানজি প্রদেশ। এতে নিখোঁজ হয়েছেন অন্তত ৫ জন। কর্তৃপক্ষ বলছে, গত বুধবার (১০ আগস্ট) রাতে শুরু হয় বৃষ্টি। টানা ১৩ ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৃষ্টিপাত। কোনো কোনো স্থানে ২০০ মিলিমিটারের ওপর বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চীনা সংবাদমাধ্যম সিজিটিএনের প্রতিবেদন বলছে, অঞ্চলটিতে চলতি বছর সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এটিই। ভারী বৃষ্টির পর পাহাড়ি ঢল দেখা দেয় শানজি প্রদেশের অনেক জায়গায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ঝংইয়াং কাউন্টি। বন্যায় এলাকাটির বিভিন্ন স্থানে দেখা ভূমিধস দিয়েছে। সড়কে পানির তোড়ে কয়েকটি গাড়ি ভেসে যায়। যোগাযোগ ব্যবস্থা ব্যহত হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে উঠেছে। এখনো বিভিন্ন স্থানে আটকে পড়েছে মানুষ। কর্তৃপক্ষ বলছে, আগামী আরও তিনদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এদিকে, ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর চীনের শানসি প্রদেশের লিনফেন শহরে অবস্থিত ‘ইয়োলো রিভার’ বা হলুদ নদীর মাঝখানে অবস্থিত হুকু জলপ্রপাত ভয়াবহ আকার ধারণ করেছে। পানির চাপ বাড়ায় জলপ্রপাতটি কয়েকশ’ মিটার প্রসারিত হয়ে গেছে। এই দৃশ্য দেখতে সেখানে জড়ো হচ্ছে বিপুল সংখ্যক মানুষ।

এসজেড/

Exit mobile version