Site icon Jamuna Television

মা-বাবার সাথে গ্রাম্য মেলায় গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেফতার

প্রতীকী ছবি

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইরে মা-বাবার সাথে গ্রাম্য মেলায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার বিকালে অভিযুক্ত শরিফ মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শরিফ মিয়া সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে।

পুলিশ ও নির্যাতিত কিশোরীর মা জানায়, উপজেলার খাসের চর এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফের বাড়িতে মহররম (আশুরা) উপলক্ষে চারদিনব্যাপী গ্রামীণ মেলা বসেছে। এই মেলায় পেঁয়াজু বিক্রি করেন কিশোরীর মা-বাবা। আসামি শরিফ মিয়া একজন চা বিক্রেতা। বৃহস্পতিবার রাতে কিশোরী তার মা-বাবার কাছ থেকে একটু দূরে গেলে শরিফ তাকে ফুঁসলিয়ে পাশের পেঁপে বাগানে নিয়ে ধর্ষণ করে। সারারাত পেপে বাগানেই আটকে রাখে কিশোরীকে। রাতভর তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

শুক্রবার ভোরে শিশুটি ফিরে এসে জানায় শরিফ তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। প্রথমে আপোষ-মিমাংসার নামে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে স্থানীয় মাতবররা। ধল্লা ফাঁড়ি পুলিশ বিষয়টি জানার পর ভুক্তভোগীকে উদ্ধারসহ অভিযুক্ত শরিফকে আটক করে থানায় নিয়ে আসে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার আসামি শরিফ মিয়াকে আদালতে পাঠানো হবে। জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে শিশুটিকে।

জেডআই/

Exit mobile version