Site icon Jamuna Television

উত্তর প্রদেশে এতিম শিশুদেরকে ফ্রি কেক দিচ্ছে বেকারি

ছবি: সংগৃহীত

এতিম শিশুদের ধূসর দিনগুলোকে কিছুটা রঙিন করার চেষ্টায় অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের একটি বেকারি। মা-বাবাহারা শিশুদের জন্য বিনামূল্যে কেক দিচ্ছে তারা। আইএএস কর্মকর্তা অবনীশ শরণ শুক্রবার (১২ আগস্ট) টুইটারে ওই বেকারির একটি নোটিশের ছবি প্রকাশ করেন। এরপর দ্রুতই ভাইরাল হয়ে যায় সেটি।

ছবিতে দেখা যায়, বেকারির প্রদর্শনী কাউন্টারে সাজানো রয়েছে বেশ কয়েকটি কেক। তার পাশে একটি কাগজে হিন্দি ভাষায় লেখা, ‘ফ্রি! ফ্রি! ফ্রি! মা-বাবা নেই এমন ০ থেকে ১৪ বছরের শিশুদের জন্য কেক ফ্রি!

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দোকানটির অবস্থান উত্তর প্রদেশের দেওরিয়ায়। এতিম শিশুদের জন্য এমন মহতি উদ্যোগ নেয়ায় প্রশংসায় ভাসছেন ওই বেকারি কর্তৃপক্ষ।

/এনএএস

Exit mobile version