Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন দেশের সাথে বিষয়টি কূটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার (১৫ আগস্ট) সকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে শোক দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কূটনৈতিক মর্যাদা রক্ষায় বঙ্গবন্ধুর কাজ শুরু করেছিলেন। বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ন্নোয়নও জোর দিয়েছিলেন তিনি।

এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন দৃঢ়তার সাথে।

/এডব্লিউ

Exit mobile version