Site icon Jamuna Television

খালেদা জিয়া মুক্ত হলে তিন মাসের মধ্যে সরকারের পতন হবে: জাফরুল্লাহ

বক্তব্যরত ডা. জাফরুল্লাহ।

খালেদা জিয়ার মুক্ত হলে তিন মাসের মধ্যে সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (১৭ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে জামিন দিলে সরকার নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হবে।

অনুষ্ঠানে র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এ সরকার র‍্যাব-পুলিশ ও আর্মিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে বাহিনীগুলোর সর্বনাশ করেছে।

বিদ্যুত ও জ্বালানি সঙ্কটের বিষয়ে তিনি বলেন, মন্ত্রী এমপিদের বাড়িতে কোনো লোডশেডিং নেই, যত দুর্ভোগ সব সাধারণ মানুষের।

/এসএইচ

Exit mobile version