Site icon Jamuna Television

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলা, নিহত কমপক্ষে ২৫

ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দি অধ্যুষিত অঞ্চলে তুরস্কের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫ জন। মঙ্গলবার তুরস্ক সীমান্তের কাছে বেশ কয়েকটি তল্লাশি চৌকিতে চালানো হয় এ হামলা। খবর আরব নিউজের।

খবরে বলা হয়, নিহতরা সবাই কুর্দি যোদ্ধা এবং সরকারি বাহিনীর সদস্য। তবে কতজন সেনা নিহত হয়েছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

উত্তরাঞ্চলে ৩০ কিলোমিটার নিরাপদ এলাকা গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান চালাচ্ছে এরদোগান প্রশাসন। জুলাই থেকে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় হামলা জোরদার করেছে তুরস্কের বাহিনী। সশস্ত্র বাহিনীর ওপর এ হামলার পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে দামেস্ক।

এরই মধ্যে সানলিউফরা প্রদেশে তুর্কি বাহিনীর ওপর পাল্টা গোলা ছুড়েছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সদস্যরা। এতে এক সেনা প্রাণ হারান এবং গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

ইউএইচ/

Exit mobile version