Site icon Jamuna Television

নাটোরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার কৃষ্ণরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, একই এলাকার সাজেদুল ইসলামের ছেলে চার বছর বয়সী আলিফ হোসেন এবং শাহিনুর হোসেন ছেলে তিন বছর বয়সী শান্ত হোসেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, আপন সহোদর সাজেদুল ও শাহিনুরের দুই শিশুসন্তার আলিফ ও শান্ত বিকেলে বাড়ির আঙ্গিনায় খেলছিল। খোলার একপর্যায়ে সবার অগোচরে দুই শিশু বাড়ির পেছনে রান্নাঘরের ডোবায় পড়ে যায়। দীর্ঘসময় তাদের দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে ডোবায় তাদের নিস্তেজ দেহ দেখতে পায় তারা। পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ দু’টি দাফনের অনুমতি দেয়া হয়েছে।

/এনএএস

Exit mobile version