Site icon Jamuna Television

জালিয়াতির মামলায় অভিযুক্ত জ্যাকলিন

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেস।

জ্যাকলিনের ‘কান্নায়’মন ভিজলো না ইডি আধিকারিকদের। ২১৫ কোটি রুপী জালিয়াতির মামলায় ইডির চার্জশিটে অভিযুক্ত তালিকায় নাম উঠেছে এ অভিনেত্রীর।

বুধবার (১৭ আগস্ট) দিল্লি হাইকোর্টে এই মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই অতিরিক্ত চার্জশিটে ইডি স্পষ্ট জানিয়েছে- জেলবন্দি জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের থেকে বেশি লাভবান হয়েছেন জ্যাকলিন। সুকেশের তোলাবাজির প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন এ অভিনেত্রী। যার মধ্যে ৭ কোটি টাকারও বেশি সম্পত্তি ইতোমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি।

প্রসঙ্গত, কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে গত কয়েকমাসে বারবার ইডির জেরার মুখে পড়েছেন। জুন মাসের শেষেও ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন জ্যাকলিন।

/এসএইচ  

Exit mobile version