Site icon Jamuna Television

জরুরি অবস্থার মধ্যেই ফের উত্তাল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

জরুরি অবস্থার মধ্যেই ফের উত্তাল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার রাজধানী কলম্বোয় বিক্ষোভে নামেন কয়েক হাজার শিক্ষার্থী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তাদের দাবি- প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের পদত্যাগ, নবগঠিত সরকার বিলোপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। তাছাড়া গ্রেফতার হওয়া বন্দিদের মুক্তির দাবি করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী এলোপাথাড়ি লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভস্থল থেকে ধরপাকড়ের শিকার হন অনেক শিক্ষার্থী। ক্ষমতা গ্রহণের পরই পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে। যা বহাল থাকবে আগস্টজুড়ে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেন, গোতাবায়া রাজাপাকসে ২৪ তারিখ ফিরছেন কিনা এ ব্যাপারে আমি বা সরকারের কেউই কিছু জানেন না। অর্থনৈতিক সংকটের হাল ধরতে পেরেছি, এটাই স্বস্তির বিষয়। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া কতোটা যেতে পারবো সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দ্বিতীয় বিষয়টি হলো- রাজনৈতিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিক্ষোভকারীরাও ঘরে ফিরেছেন। খুব শিগগিরই অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা আনা সম্ভব হবে।

ইউএইচ/

Exit mobile version