Site icon Jamuna Television

ঝাপোরজিয়ায় বিশেষজ্ঞ প্রবেশের অনুমতি রাশিয়ার

অবশেষে জাতিসংঘের প্রতিনিধি দলকে ঝাপোরজিয়া পরমাণু কেন্দ্র পর্যবেক্ষণের অনুমতি দিলো রাশিয়া। শনিবার (১৯ আগস্ট) এই ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরার।

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাথে ফোনালাপের পর এই সিদ্ধান্ত আসে পুতিনের তরফ থেকে। বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা, আইএইএর প্রতিনিধিদের পরমাণু কেন্দ্রটিতে পরীক্ষা-নিরীক্ষা চালানোর বিষয়ে জোর দেন দুই নেতাই। প্রয়োজনে রুশ প্রেসিডেন্ট নিজেও কেন্দ্রটিতে যাবেন বলে জানানো হয়।

এদিকে মস্কোর এই সিদ্ধান্তের পর ঝাপোরজিয়া পরমাণু কেন্দ্রে শিগগিরই প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে আইএইএ। ইউক্রেনে আগ্রাসন চালানোর পরমাণু কেন্দ্রটি দখলে নেয় রুশ বাহিনী। বর্তমানে সেখানে অস্থায়ী সামরিক ঘাঁটি তৈরি করেছে রাশিয়া। সম্প্রতি পরমাণু কেন্দ্রটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে বড় ধরণের দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। নিউক্লিয়ার প্ল্যান্টটিতে আদৌ কোনো ক্ষতি হয়েছে কি না তা যাচাই করতে বিশেষজ্ঞ পাঠানোর দাবি ওঠে।

এটিএম/

Exit mobile version