Site icon Jamuna Television

ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা, বাদ্যের তালে সাপের নৃত্য

সুরের তালে সাপের নাচ, সেটি আবার প্রতিযোগিতা। এমনটাই আয়োজন করা হয়েছে ঝিনানাইদহের সদর উপজেলায়। যার নাম ঝাঁপান খেলা। কালের বিবর্তনে হারিয়ে বসা খেলা দেখতে ভিড় জমান শত শত মানুষ। প্রতিযোগিতাকে ঘিরে বসে গ্রামীণ মেলাও।

একের পর ঝাঁপি খুলতেই বেরিয়ে আসছে সাপ। তারপর সাপুড়েদের নানা কসরত। বাদ্য বাজিয়ে দেখান খেলা।এর নাম ঝাঁপান খেলা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনটি ঝিনাইদহে। যে সাপুড়ে যত বেশি বিপদজনক খেলা প্রদর্শন করতে পারেন, সে তত বেশি সাফল্যের দাবিদার। সাথে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা। যার সাথে জড়িয়ে আছে সংসারের ভরন পোষণও।

ঝিনাইদহের সাগান্না ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সভাপতি প্রেম বিশ্বাস বলেন, আমাদের এই মেলা শত বছর ধরে চলে আসছে। আমরা জানিও না কবে থেকে এই মেলার সূত্রপাত। এটা মূলত মনসা পূজার খেলা। মনসা দেবীর পূজা উপলক্ষে এই খেলাটি অনুষ্ঠিত হয়।

মনসা পূজা ঘিরেই আয়োজনটি করা হয়। অংশ নেন ৩টি সাপুড়ে দল। ঝাঁপান খেলা দেখতে ভিড় জমায় অনেকে। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের অনেকেই জানেনা এর সম্পর্কে। পাশাপাশি তা হারিয়ে যেতে বসেছে।

এটিএম/

Exit mobile version