Site icon Jamuna Television

কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, হতাহত হয়নি কেউ

কেরাণীগঞ্জে বিসিক শিল্প নগরীর একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে পুড়ে গেছে প্রায় ১৫ কোটি টাকার মালামাল। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় বিসিকের প্রাইম প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

রাত তখন ১১টা। অন্যান্য দিনের মতো কাজ করছিলেন কেরাণীগঞ্জ বিসিক শিল্প নগরীর প্রাইম প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং কারখানার শ্রমিকরা। এসময় এক শ্রমিকের অসাবধানতায় হঠাৎই আগুন লেগে যায় কারখানার নিচ তলায়। কারখানাটিতে প্লাস্টিক উপকরণ ও কেমিক্যাল থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। শুরুতে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন শ্রমিক ও স্থানীয়রা।

পরে খবর পেয়েই রাত সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে কারখানার আগুন। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান অগ্নিকাণ্ডের স্পষ্ট কোনো কারণ জানাতে পারেননি। কারখানার যন্ত্রপাতি ও কাঁচামাল পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির কথা জানান কেরাণীগঞ্জ বিসিক শিল্প নগরীর সভাপতি হোসাইন এ সিকদার।

অগ্নিকাণ্ডের পরপরই কারখানায় অবস্থানরত সকল শ্রমিক বের হয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

/এডব্লিউ

Exit mobile version