
ছবি: সংগৃহীত
রাশিয়ার অস্ত্রগুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই গ্রাম থেকে সব মানুষকে সরিয়ে দেয়া হয়েছে। রাশিয়ার একটি গ্রাম টিমোনোভোর পার্শ্ববর্তী অস্ত্রের ডিপোতে এ আগুন লাগে। এই আগুনের ফলে ইউক্রেনের উত্তর-পূর্ব সীমান্তে রাশিয়ার বেলগোরোড অঞ্চলের দুটি গ্রাম খালি করে ফেলা হয়েছে।
ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে বা রাশিয়ার অভ্যন্তরে রাশিয়া-অধিকৃত ভূখণ্ডে ধারাবাহিক ধ্বংসাত্মক ঘটনার মধ্যে এটি অগ্নিকাণ্ডের সর্বশেষ ঘটনা।
ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে টিমোনোভো এবং সোলোটি গ্রামে প্রায় ১১০০ জন লোক বাস করে। বেলগোরোডের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, বৃহস্পতিবার (১৮ আগস্ট) গভীর রাতে লাগা এ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
/এনএএস



Leave a reply