Site icon Jamuna Television

আ.লীগের দরজা খুলে দিলে বিএনপি থেকে আসা লোকের সারি দীর্ঘ হবে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আওয়ামী লীগের দরজা খুলে দিলে বিএনপি থেকে আসা লোকের সারি দীর্ঘ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির জেলা পর্যায়ে অনেকেই আওয়ামী যোগ দিতে চায়।

শনিবার (২০ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের কুশিলবদের এখনো জানার বাকি আছে। বঙ্গবন্ধু পরিবারের হত্যাকাণ্ডের পর দলীয় নেতাদের ব্যর্থতা ছিল তা অস্বীকার করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, জিয়াউর রহমান হত্যাকারীদের সাহস দিয়ে সমান অপরাধ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আছে কিন্তু বিএনপির মতো কোনো প্রভু নেই বলেও জানান ওবায়দুল কাদের।

আগামী জাতীয় নির্বাচনেই শেখ হাসিনার জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যাবে বলেও জানান তিনি।

/এনএএস

Exit mobile version