Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর আশ্বাসে আজ কাজে ফিরছেন চা শ্রমিকরা, মজুরি আপাতত ১২০ টাকাই বহাল

চা শ্রমিকদের চলমান আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আপাতত তারা আগের ১২০ টাকা মজুরিতেই কাজ করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মজুরির বিষয়টি সুরাহা করবেন।

রোববার (২১ আগস্ট) মধ্যরাতে মৌলভীবাজারে এক বৈঠকে শেষে এমন সিদ্ধান্তের কথা জানান শ্রমিক নেতারা। এ ঘোষণার ফলে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরছে বাগানগুলোতে। শ্রমিকরা বলছেন, তারা প্রধানমন্ত্রীর আশ্বাসে কাজে ফিরছেন, তবে আশ্বাসের দ্রুত বাস্তবায়ন চান তারা।

এর আগে শনিবার শ্রীমঙ্গলে শ্রম অধিদফতরের মহাপরিচালকের সাথে শ্রমিক নেতাদের মিটিং হয়। মধ্যস্থতা করেন স্থানীয় সংসদ সদস্য। দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণের পর আন্দোলন থেকে সরে আসার কথা জানায় শ্রমিক ইউনিয়ন। এর কয়েক ঘণ্টা পরই আবারও বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

/এডব্লিউ

Exit mobile version