Site icon Jamuna Television

শান্তিপূর্ণভাবেই সম্পন্ন বাম জোটের আধাবেলা হরতাল

গুটি কয়েক ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হলো বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল। জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ দেশজুড়ে অর্ধদিবস হরতাল পালন করেছে বাম জোট।

দাম কমাও; জীবন বাঁচাও স্লোগানে বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোর থেকে এই হরতাল কর্মসূচি পালন করে বাম জোট। এদিন ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানীর পল্টন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এতে সড়কে চলাচলকারী যানবাহগুনলোকে কিছুটা ভোগান্তি পোহাতে হয়। তবে সড়কের একপাশ দিয়ে যান চলাচল রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে পুলিশ।

এছাড়া হরতালকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। কর্মসূচিতে অংশ নিয়ে বাম জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার দুর্নীতি আর লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছে। এই অবস্থায় সরকারের দূরাবস্থা চলছে; এই দূরাবস্থাকে সামাল দিতে জনগণের পকেট নিংড়ে নিচ্ছে সরকার।

/এমএন

Exit mobile version