Site icon Jamuna Television

ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ দুই মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে

বরগুনার পাথরঘাটায় মাছের খাল কোরবানিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক মিল্লাত হোসেন ও আল আমিন নামের দুই শিক্ষক মিলে ১১ বছরের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই ছাত্র পালিয়ে বাড়িতে চলে যায়।

ছেলের এমন অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যায় বাবা-মা। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয় তাকে।

আহত ওই ছাত্র বলেন, সে বাড়িতে আসতে চেয়েছিল তাকে আসতে না দিয়ে ফজরের নামাজের পর ও সকাল সাড়ে সাতটায় দুই দফায় শিক্ষক মিল্লাত ও আল আমিন বেত দিয়ে বেধড়ক পিটায় তাকে।

আহত ওই ছাত্রের বাবা জাকির হোসেন বলেন, মসজিদের ম্যানেজিং কমিটি নিয়ে শিক্ষক মিল্লাতের সাথে তাদের ঝামেলা হয়। সেই ক্ষোভ থেকে তার ছেলের উপর ওই দুই শিক্ষক চড়াও হয়েছেন। অভিযুক্ত শিক্ষকদের বিচারের দাবি করেন তিনি।

এ ব্যপারে খোঁজ নিতে গেলে ওই মাদরাসায় পাওয়া যায়নি কোনো শিক্ষককে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, তার কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

/এনএএস

Exit mobile version