Site icon Jamuna Television

আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী

রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। নিহতের নাম শাহিদা আক্তার।

রোববার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে খবর পেয়ে মহাখালী ডিওএইচএস এলাকায় আকরাম খানের বাসার কাছ থেকে কাফরুল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মহাখালী ডিওএইচএসের ৩ নম্বর রোডের ১৫৩ নম্বর বাসার কাছ থেকে আকরাম খানের বাসার কাজের মেয়ের মরদেহ শনাক্ত করা হয়েছে। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে, তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে।

ইউএইচ/

Exit mobile version