Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ আগস্ট) সকালে সদর উপজেলার মদিনাবাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, সকালে মদিনাবাগ এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। একই সাথে হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

এটিএম/

Exit mobile version