Site icon Jamuna Television

একাধিক সিরিয়ান সামরিক স্থাপনায় ইসরায়েলি মিসাইল আক্রমণ

আলজাজিরা থেকে নেয়া ছবি।

সিরিয়ার একাধিক সামরিক স্থাপনায় মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আলজাজিরার।

সোমবার (২৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, সিরিয়ার মাসইয়াফ শহরে চারটি ক্রুজ মিসাইল এবং ১৬টি গাইডেড বোমা নিক্ষেপ করা হয় যেগুলোর লক্ষ্য ছিল ওই অঞ্চলের সামরিক স্থাপনাগুলো। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাল্টা জবাব দেয় সিরিয়ার সামরিক বাহিনী। রুশ অ্যান্টি এয়ারক্র্যাফট ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে ইসরায়েলের দুটি ক্ষেপণাস্ত্র এবং সাতটি গাইডেড বোমা ধ্বংস হয়।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তেল আবিবের দাবি, ইরান সমর্থিত মিলিশিয়ারা যাতে সিরিয়ায় শক্ত ঘাঁটি গড়তে না পারে তাই তাদের এ অভিযান।

/এসএইচ

Exit mobile version