Site icon Jamuna Television

রান্নাঘরের মেঝে খুঁড়তেই পাওয়া গেল ২৬৪টি সোনার মুদ্রা

ছবি: সংগৃহীত

রান্নাঘর নতুন করে সাজানো হচ্ছিল। তার জন্য চলছিল খোঁড়াখুঁড়ি। মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো ২৬৪ টি সোনার মুদ্রা। এমন অপ্রত্যাশিত প্রাপ্তিতে স্বাভাবিকভাবেই হতবাক লন্ডনের এক দম্পতি। খবর ডেইলি মেইলের।

প্রতিবেদনে বলা হয়, ইয়র্কশায়ারের একটি বাড়িতে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন ওই দম্পতি। বাড়িটি অনেক বছরের পুরনো। বাড়িটি বসবাসের অযোগ্য হয়ে উঠছিল, ফলে এক অংশ নতুন করে তৈরি করার কাজ চলছিল। সেই সময় রান্নাঘরের মেঝে থেকে উদ্ধার হয় স্বর্ণমুদ্রাগুলো।

প্রত্নতাত্ত্বিকরা মুদ্রাগুলো পরীক্ষা করে জানান, প্রায় ৪০০ বছরের পুরনো এই স্বর্ণমুদ্রাগুলো। বাড়িতে এত বিপুল সম্পত্তি কীভাবে এলো, বুঝতে পারছেন না ওই দম্পতি। ইতোমধ্যেই সোনার মুদ্রাগুলো নিলাম সুরক্ষিত জায়গায় সরানো হয়েছে। নিলামের প্রস্তুতিও নেয়া হচ্ছে। এমন ঘটনায় দম্পতি নিজেদের ভাগ্যবান বলে মনে করছেন।

সংবাদমাধ্যমকে ওই দম্পতি বলেছেন, মেঝের নীচে গুপ্তধন ছিল ভেবেই অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। যা উদ্ধার হয়েছে তার নিশ্চয়ই ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আমরা চাই সেগুলো যেন সঠিক মর্যাদা পায়।

ইউএইচ/

Exit mobile version