Site icon Jamuna Television

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মাহাথির মোহাম্মদ

ছবি: সংগৃহীত

করোনা চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শনিবার তার অফিস এ তথ্য নিশ্চিত করে। খবর বার্তা সংস্থা এপির।

বিবৃতিতে জানানো হয়, বাড়িতেই আগামী মঙ্গলবার পর্যন্ত আইসোলেশনে থাকবেন ৯৭ বছর বয়সী এই রাজনীতিক। চলতি বছরই হার্ট অ্যাটাক করেন তিনি। হয় বাইপাস সার্জারিও।

গেল সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হন মাহাথির। সে কারণে বুধবার ন্যাশনাল হার্ট ইন্সস্টিটিউটে তাকে ভর্তি করেন পরিবারের সদস্যরা। করোনা প্রতিরোধে তিন ডোজ টিকা নিয়েছিলেন প্রবীণ এই রাজনীতিক।

২০০৩ সাল থেকে টানা ২২ বছর ক্ষমতায় ছিলেন মাহাথির মোহাম্মদ। সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী হিসেবে ২০১৮ সালে আবারও দায়িত্ব নেন তিনি, করেন দু’বছর শাসন। এখনো পার্লামেন্টের আইনপ্রণেতা তিনি। মাহাথিরকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার কারিগর।

আরও পড়ুন: তুরস্কের সামরিক তৎপরতায় বাধা দিলে চড়া মূল্য দিতে হবে গ্রিসকে: এরদোগান

ইউএইচ/

Exit mobile version