Site icon Jamuna Television

স্বেচ্ছাসেবক দলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

এস এম জিলানীকে সভাপতি এবং রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আংশিক এ কমিটিতে ইয়াছিন আলীকে ১ নম্বর সহসভাপতি, সাইফুল ইসলাম ফিরোজকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাজমুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার আংশিক কমিটিও ঘোষণা করা হয়েছে এদিন। তাতে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি করা হয়েছে শফিউদ্দিন সেন্টুকে। জাকির হোসেন সাধারণ সম্পাদক এবং ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

আর ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি হয়েছেন মো. আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন যথাক্রমে আজিজুর রহমান মোসাব্বির ও ফরিদ হোসেন।

/এমএন

Exit mobile version