Site icon Jamuna Television

ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় মূল আসামি শাকিল আহমেদ রুবেলসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার (৪ সেপ্টেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ পরিচয়ে সারাদেশে দেড় হাজারেরও বেশি ছিনতাই করেছে শাকিল আহমেদ রুবেল। ধর্ষণ করেছে অর্ধশতকের বেশি। ছিনতাই কাজে সে ব্যবহার করে পুলিশ স্টিকারযুক্ত মোটরসাইকেল। সঙ্গে থাকে পিস্তল ও ওয়্যারলেস সেট। জব্দ করা হয়েছে পুলিশ স্টিকারযুক্ত দুইটি মোটরসাইকেল, একটি পিস্তল ও ওয়্যারলেস সেট। রুবেলের মূল টার্গেট নারী।

তার বিরুদ্ধে দস্যুতা, ছিনতাই, শ্লীলতাহানির মামলা রয়েছে। রুবেল কিশোরী তরুণী বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করতো বলে জানায় ডিবি। আরও জানায় ছিনতাইয়ের পাশাপাশি সে ভুক্তভোগীদের শ্লীলতাহানি করতো, যাতে তারা লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে না পারে।

/এমএন

Exit mobile version