Site icon Jamuna Television

কমনওয়েলথ মহাসচিবের সাথে আজ সাক্ষাৎ করবেন রাজা তৃতীয় চার্লস

ছবি: সংগৃহীত।

বাকিংহাম প্যালেসে কমনওয়েলথের মহাসচিবের সাথে রোববার (১১ সেপ্টেম্বর) সাক্ষাৎ করবেন রাজা তৃতীয় চার্লস। এরপর এদিন দেখা করবেন বিভিন্ন দেশের হাইকমিশনারদের সাথে। যুক্তরাজ্যের চার রাজ্য সফরের কর্মসূচিও আছে নতুন রাজার। খবর এনসিবি নিউজের।

এর আগে ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিক অভিষেকের পর সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেছেন তৃতীয় চার্লস। শনিবার (১০ সেপ্টেম্ব) বাকিংহাম প্যালেসের সামনে উপস্থিত জনতার অভিবাদন গ্রহণ করেন তিনি। রাজাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে সাধারণ মানুষ।

গত ১ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর প্রিন্স থেকে রাজার দায়িত্ব পান তৃতীয় চার্লস। শনিবার আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষিত হন তিনি। এরপরই ব্রিটেনের সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেন রাজা দ্বিতীয় চার্লস। এদিন গাড়ি থেকে নামার পর ফুল দিয়ে নতুন রাজাকে শুভেচ্ছা জানান ব্রিটেনের সাধারণ জনগণ। ‘গড সেভ দ্যা কিং’ ধ্বনিতে মুখরিত হয় আশপাশের এলাকা। এ সময় জনতার সাথে করমর্দন করেন রাজা তৃতীয় চার্লস। তার সাথে ছিলেন স্ত্রী ক্যামিলাও। এখন থেকে ক্যামিলা পরিচিত হবেন কুইন কনসর্ট নামে।

এসজেড/

Exit mobile version