Site icon Jamuna Television

আনুশকা শর্মাকে ‘লৌহ মানবী’ আখ্যা দিলেন শোয়েব

ছবি: সংগৃহীত

প্রায় ৩ বছর ধরে ফর্মে ছিলেন না ভিরাট কোহলি। এ নিয়ে সতীর্থ, ক্রিকেট সংশ্লিষ্টদেরসহ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের থেকেও অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে ১০২০ দিন পর শতরানের দেখা পেলেন ভারতের এ সাবেক অধিনায়ক।

ইনিংস ব্রেকে কোহলি জানান, খারাপ সময়ে কেবল সহধর্মিণী আনুশকা শর্মাকেই সবসময় কাছে পেয়েছেন তিনি।

নিজের স্ত্রীকে এভাবে সম্মান দেয়ার বিষয়টি হৃদয় ছুঁয়ে গেছে পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব আখতারের। তিনি আনুশকাকে ‘লৌহমানবী’ হিসেবে আখ্যায়িত করেছেন।

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের এ স্পিডস্টার বলেছেন, ম্যাচের দিন ভিরাট কোহলি বলেছে, আমার সবচেয়ে বাজে সময়টাও সে দেখেছে। নিজের স্ত্রীর কথা বলছিল কোহলি। তাই আনুশকার জন্য টুপিখোলা সম্মান। দারুণ করেছো, তুমি একজন লৌহমানবী এবং বিরাট কোহলিও স্টিলের মতো শক্ত।

/এনএএস

Exit mobile version