Site icon Jamuna Television

প্রেমের স্মৃতিচিহ্ন নিলামে ওঠালেন ইলন মাস্কের সাবেক প্রেমিকা

ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের কলেজ জীবনের কিছু মূল্যবান ছবি নিলামে উঠেছে। তার সাবেক প্রেমিকা জেনিফার গোয়েন সেই ছবি নিলামে তুলেছেন। জেনিফারের সাথে ইলন মাস্কের কাটানো বেশকিছু মূহুর্তের ছবিও রয়েছে এতে।

ইউএস টুডে’র এক প্রতিবেদনে বলা হয়, জেনিফার গোয়েন ইলন মাস্কের সাথে সময় কাটিয়েছিলেন যখন তারা দু’জনেই পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বোস্টনভিত্তিক প্ল্যাটফর্ম আরআর অকশন তাদের ছবিসহ অন্যান্য স্মৃতিচিহ্ন নিলামে তুলেছে।

ইলন মাস্কের তারুণ্যে ভরা সেই মুহূর্তগুলোর এরকম ১৮টি ছবি, একটি হাতে লেখা জন্মদিনের কার্ড ও একটি সোনার নেকলেস নিলামে তোলা হয়েছে। সেই নেকলেস মাস্ক তার সাবেক প্রেমিকাকে উপহার দিয়েছিলেন।

জন্মদিনের কার্ডটির সর্বোচ্চ দর উঠেছে, যদিও কার্ডটি ১০,০০০ ডলারে বিক্রি হবে বলে নিলামকারী প্রতিষ্ঠানটি আশা করছেন। নিলামে তোলা আরেকটি আকর্ষণীয় জিনিস হচ্ছে, জাম্বিয়ার খনি থেকে তোলা পান্নাখচিত সোনার নেকলেস। যেটির মূল মালিক ছিলেন ইলন মাস্কের বাবা ইরল।

/এনএএস

Exit mobile version