Site icon Jamuna Television

টাইগারদের অনুশীলনে যোগ দিচ্ছেন স্টিভ রোডস

বুধবার থেকে টাইগারদের অনুশীলনে যোগ দিচ্ছেন জাতীয় দলের নতুন কোচ স্টিভ রোডস। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই শুরু হচ্ছে এই ইংলিশ কোচের বাংলাদেশ মিশন।

এদিকে, ঈদের ছুটির পর ২০ জুন থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। শেষ বারের মতো ঝালিয়ে নিতে বুধবার দুপুর ২টায় মাঠে নামবেন মুশফিক-তামিমরা। ৩ দিনের সংক্ষিপ্ত অনুশীলন শেষে ২৩ জুন ওয়েন্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। এর আগে, টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বোর্ড। যেখানে, বড় চমক আবু জায়েদ চৌধুরী রাহি। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকেও রাখা হয়েছে। ফিরেছেন নিউজিল্যান্ডে টেস্ট অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্ত, পেসার শফিউল ইসলাম। ৪ জুলাই হবে প্রথম টেস্ট।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version