Site icon Jamuna Television

২৩ বছর আগে ১৫ হাজার টাকা ঘুষ নেয়ায় ছয় বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ঘুষ নেয়ার অভিযোগে ভারতের আয়কর দফতরের এক কর্মকর্তাকে ছয় বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের লখনৌয়ের একটি আদালত। সেই সঙ্গে তাকে দেড় লাখ টাকা জরিমানার নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগ, ২৩ বছর আগে ১৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, অভিযুক্ত ১৯৮৯ ব্যাচের আইআরএস (ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস বা ভারতীয় রাজস্ব পরিষেবা) ব্যাচের অফিসার অরবিন্দ মিশ্র। ১৯৯৯ সালের ২৯ নভেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সিবিআই। সেই সময় লখনৌয়ে আয়কর দফতরের ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন অরবিন্দ।

‘নো ডিউস সার্টিফিকেট’ (বকেয়া না থাকার প্রশংসাপত্র) দেয়ার জন্য আয়কর দফতরের ওই কর্মকর্তা এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ চান বলে অভিযোগ। অভিযোগকারীর থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেয়ার সময়ই অরবিন্দকে হাতেনাতে পাকড়াও করে সিবিআই।

তদন্তে নেমে লখনৌয়ের বিশেষ আদালতে অরবিন্দের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা তথ্যপ্রমাণের ভিত্তিতে সোমবার এ রায় প্রদান করেন আদালত।

ইউএইচ/

Exit mobile version