Site icon Jamuna Television

ইরানের হয়ে সাবেক ইসরায়েলী মন্ত্রীর গুপ্তচরবৃত্তি

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে সাবেক ইসরায়েলী মন্ত্রী গোনেন সেগেভের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে তেলআবিব। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত জানিয়েছে এ তথ্য।

জানা যায়, মধ্য আফ্রিকার দেশ ইকুয়াটোরিয়াল গিনিতে সফরের সময় গেল মে মাসে গ্রেফতার হন ৬২ বছর বয়সী এই নেতা। পরে ইসরায়েলি পুলিশের অনুরোধে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। এরপরই বিচার প্রক্রিয়ার মুখোমুখি হন তিনি। পেশায় চিকিৎসক সেগেভ ৯০’র দশকে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ছিলেন। চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে নাইজেরিয়ায় বাস করছিলেন তিনি। অভিযোগ- সেখানেই দূতাবাসের মাধ্যমে তার সাথে গোপনে যোগাযোগ করে তাকে গুপ্তচর হিসেবে নিয়োগ দেয় ইরানি গোয়েন্দা সংস্থা। যদিও এসব অভিযোগ স্বীকার করেননি সেগেভ। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

Exit mobile version