Site icon Jamuna Television

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ ১০ মামলার আসামি এবং এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ টু ছয়ানীগামী সড়কের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী নাজমুল ইসলাম রাসেল (২৩) বেগমঞ্জের ভবানী জীবনপুরের আলুর দমের নতুন বাড়ির মৃত মান্নানের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ টু ছয়ানীগামী সড়কের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, পূজা মন্ডপে হামলাসহ একাধিক মামলা রয়েছে।

এটিএম/

Exit mobile version