Site icon Jamuna Television

চাঁদপুরের বিতর্কিত চেয়ারম্যান সেলিম খানের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

চাঁদপুরের বিতর্কিত চেয়ারম্যান সেলিম খানকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন চেম্বার জজ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম জামিন আদেশ স্থগিত করে আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এর আগে সাড়ে ৩৪ কোটি টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সেলিম খানকে ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছিল হাইকোর্ট। গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরে চেম্বার আদালতে জামিন স্থগিতের আবেদন করে দুদক।

/এমএন

Exit mobile version