Site icon Jamuna Television

ভারতে চোখের পলকে ধসে পড়লো পাহাড়ের একাংশ (ভিডিও)

ছবি: সংগৃহীত

চোখের পলকে ধসে পড়লো পাহাড়ের একাংশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখণ্ডে।

তিনদিন ব্যাপী ভারী বৃষ্টিপাতের ফলে হয়েছে পাহাড় ধস। এতে বন্ধ হয়ে যায় ঋষিকেশ-গাঙ্গোত্রী হাইওয়ে। দুই পাশে আটকা পড়ে শতাধিক যানবাহন। সড়ক বন্ধ হয়ে আটকে পড়েন কমপক্ষে ৪০ জন তীর্থ যাত্রী।

বৃষ্টিপাত আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে প্রশাসন। আশপাশের বেশকিছু এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে সহিংসতায় উত্তাল লেস্টার

জেডআই/

Exit mobile version