Site icon Jamuna Television

ভারি বৃষ্টি ও বজ্রপাতে ভারতে ৩৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলে গত ২৪ ঘণ্টায় বৈরি আবহাওয়ার কারণে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতের কারণে ১২ জনের মৃত্যু হয়েছে। আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ত্রাণ কমিশনার রনবীর প্রসাদ বলেছেন, দেশটির উত্তর প্রদেশে ভারি বৃষ্টির কারণে বাড়ি-ঘর ধসে পড়ে কমপক্ষে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ত্রাণ কমিশনার রনবীর প্রসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রয়াগরাজ শহরে বন্ধুর বাড়ির ছাদে ওঠার পর বজ্রপাতে মোহাম্মদ উসমান নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। তার বন্ধু আজনানও বজ্রপাতে আহত হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উসমানের বাবা মোহাম্মদ আয়ুব বলেন, তারা ছাদে ওঠার পরপরই বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার ছেলের মত্যু হয়েছে বলে জানান তিনি।

কর্মকর্তারা জানিয়েছেন, গত পাঁচ দিনে এ নিয়ে ৩৯ জন বজ্রপাতে প্রাণ হারিয়েছে। ফলে বজ্রপাত থেকে বাঁচতে কী করতে হবে সে বিষয়ে লোকজনকে নতুন করে নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

/এনএএস

Exit mobile version