Site icon Jamuna Television

জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বনেতাদের সদিচ্ছা নিয়ে গুতেরেসের প্রশ্ন

জলবায়ু পরিবর্তন রুখতে বিশ্বনেতাদের সদিচ্ছা ও পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যন্তোনিও গুতেরেস। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৭তম সম্মেলনে জলবায়ু ইস্যুতে আলোচনায় উদ্বেগের জানান তিনি। একই সাথে পরিবেশ বিপর্যয়ের রাশ টানতে বিশ্বনেতাদের হস্তক্ষেপেরও তাগিদ দেন মহাসচিব।

বিশ্বের বিভিন্ন প্রান্ত বন্যা, খরা, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা, দাবানলের মতো বিপর্যয়ে বিপর্যস্ত। যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জলবায়ু পরিবর্তনের মারাত্মক কুপ্রভাবের রাশ টানতে বিশ্বনেতাদের দ্রুত হস্তক্ষেপের তাগিদ দেন তিনি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ২০২০ সালে উন্নত দেশগুলো প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি করেছিল। কিন্তু দুই বছর পরেও এর বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। অথচ উন্নয়নশীল দেশগুলোর এর থেকেও বেশি অর্থ সহায়তা প্রয়োজন।

অধিবেশনে জলবায়ু পরিবর্তন ইস্যুতে উন্নত দেশগুলোর ওপর ক্ষোভ ঝাড়েন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি তুলে ধরে কার্বন নিঃসরণ কমিয়ে আনার দাবি জানান তিনি।

শাহবাজ শরিফ বলেছেন, এ বছর প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতি হয়েছে পাকিস্তানের। সাড়ে তিন কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। প্রাণ হারিয়েছেন ১৫’শর বেশি। অথচ এখানে আমাদের কোনো দায় নেই। অন্যের এটা স্রেফ অন্যের কর্মফল।

জেডআই/

Exit mobile version