Site icon Jamuna Television

রাজবাড়ীর পাংশায় অস্ত্রসহ গ্রেফতার ৪

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ীতে পাইপগান, ককটেল ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপু‌রে পাংশা থানার ও‌সি মোহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রেন। গ্রেফতারকৃতরা হ‌লো, পাংশা হাবাসপুর মাঠপাড়ার সোহরাব মন্ডলের ছে‌লে মো. রুবেল হোসেন (১৯), জিয়ারুল মন্ডলের ছে‌লে রাজিব মন্ডল (২০), ফজলুল শেখের ছেলে খোকন শেখ (২২) ও মৃত আকবর মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৪৫)।

পু‌লিশ জানায়, রোববার রাত ৮ থে‌কে সোমবার ভোররাত পর্যন্ত থানার বি‌ভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ক‌রে পুলিশ। অ‌ভিযান চলাকা‌লে হাবাসপুর মাঠপাড়া এলাকা থে‌কে ৪ জন‌কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় পাইপগান, ১টি রামদা, ১‌টি ছোরা এবং অ‌বি‌স্ফো‌রিত ৪‌টি কক‌টেল উদ্ধার করা হয়।

পাংশা থানার ও‌সি মাসুদুর রহমান এর সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, গ্রেফতারকৃত‌দের বিরু‌দ্ধে থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজ করা হ‌য়ে‌ছে।

এসজেড/

Exit mobile version